ভারতের উত্তর প্রদেশে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার প্রদেশের বারাবাঙ্কি জেলার বাবুরি এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
বারাবাঙ্কির পুলিশ প্রধান যমুনা প্রসাদ জানান, দিল্লি থেকে বারিশগামী বাসটিতে ৭০ জন যাত্রী ছিলেন। বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকটি রাস্তায় একটি গাভীকে ধাক্কা দেয়া এড়াতে গেলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জন মারা যান এবং স্থানীয় একটি হাসপাতালে মারা যান আরও ছয় জন। বর্তমানে এ হাসপাতালে ১০ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া লক্ষ্ণৌ কিং জর্জ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আরও ১১ জনকে স্থানান্তর করা হয়েছে বলেও জানান পুলিশ প্রধান।
এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের আরেক কর্মকর্তা।
এদিকে এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের প্রত্যেক পরিবারকে দুই লাখ রুপি ও আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি প্রদানের ঘোষণা দিয়েছেন।
এছাড়া উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এ ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে দুই লাখ রুপি করে দেয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে আহতদের সর্বোচ্চ ভালো চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
আরও পড়ুন: রাতে ভারতে আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘গুলাব’
দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল দিয়ে ভারতে গেলো ২০৯ মেট্রিক টন ইলিশ
অক্টোবরে আবার টিকা রপ্তানি শুরু করবে ভারত